শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় সেনা-পুলিশসহ নিহত ১২

জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় সেনা-পুলিশসহ নিহত ১২

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের সংঘাতপূর্ণ জম্মু কাশ্মীর রাজ্যে একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় সেনা সদস্য ও পুলিশসহ ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে রাজ্যের কাথুয়া জেলার হীরানগর পুলিশ স্টেশন ও সামবা জেলায় অবস্থিত ক্যান্টনমেন্টে এই হামলা চালানো হয়।

স্থানীয় কর্তৃপ বলছে, বুধবার রাতে জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পড়ে থানাতে অতর্কিত হামলা চালায়। এসময় থানার পুলিশ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। জঙ্গিরা এই হামলায় আগ্নেয়াস্ত্র ছাড়াও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর জঙ্গিরা একটি ট্রাকে করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সামবা জেলায় অবস্থিত ক্যান্টনমেন্টেও হামলা চালায় তারা। এসময় ৬ পুলিশ সেনা সদস্য নিহত হয়।

অন্যদিকে হীরাঝিল থানায় হামলায় চার পুলিশ ছাড়াও দুজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।