শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জবির আন্দোলন ঠেকাতে বিপুল পুলিশ মোতায়েন

জবির আন্দোলন ঠেকাতে বিপুল পুলিশ মোতায়েন

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশে ব্যাংক ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আন্দোলনকারী ছাত্ররা ক্যম্পাসে জড়ো হচ্ছে। অপরদিকে ক্যাম্পাসের বাইরে বাহাদুর শাহ পার্ক এরিয়ায় সাঁজোয়া যান, জলকামানসহ কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীদের প্রগতিশীল ছাত্রজোটের ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফেডারেশন আজ আলাদা ব্যানারে আন্দোলনে অংশ নেবে বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়ার দাবিতে ব্যাংকের ওই শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় ব্যাংকের ওই শাখার মূল ফটকে তালা ঝুলিয়ে সেখানে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সেখানে সমবায় ব্যাংকের খালি জমি নিজেদের দখলে নিয়ে সেটিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিএসসি ঘোষণা করেন তারা।