রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > জনসভায় মোদিকে চোর আখ্যা যুবকের, অতঃপর…

জনসভায় মোদিকে চোর আখ্যা যুবকের, অতঃপর…

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমরা সব চৌকিদার!

এ পর্যন্ত বলে একটু থামলেন তিনি, এর মাঝেই পেছন থেকে ২০ বছর বয়সী এক যুবক বলে উঠলেন- ‘চোর হ্যায়।’

এ সময় তার পাশে থাকা বিজেপির এক কর্মী যুবকের মাথার পেছনে কষিয়ে থাপ্পড় মারলেন।

থাপ্পড় খাওয়া যুবক সেই সময় বলে উঠলেন- আমার কি দোষ? টেলিভিশনেই তো শুনেছি, আমরা চৌকিদারের উত্তরে চোর বলতে। তা হলে মারছ কেন?

এ কথা বলেই ভিড়ের মধ্যে মিশে যান ওই যুবক। মোদির জনসভায় একেবারে পেছনে, ভিড়ে বাড়তি সুবিধা আছে। মঞ্চের সামনের দিকে ভিড় থাকা লোকজনের বরাবরের মতো একটিই কাজ- ‘মোদি-মোদি-মোদি’।

কিন্তু হঠাৎ ওই যুবকের এমন কাণ্ডে হতবাক অনেকে।