শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জনতার মুখোমুখি গাজীপুর সিটি মেয়র

জনতার মুখোমুখি গাজীপুর সিটি মেয়র

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এ্যাড মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যারা চাঁদাবাজী করবে তারা আমাদের নেতা হতে পারেনা। ইতোমধ্যে রাস্তার ফুটপাত থেকে বড়ভাই ও স্নেহের ছোট ভাইদের চাঁদা তোলা বন্ধ করে দিয়েছি। রিক্সা ও বাজারের দোকানপাট থেকে চাঁদা তোলা বন্ধ করে দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে মাদক বেচাকেনা যাতে না হয় সেইদিকে আমরা লক্ষ্য রাখছি।

মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকার জি.কে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষনে জনগণের ভূমিকা’ শীর্ষক সভায় ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কিছু খারাপ মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। তাতে যায় আসেনা, কিছু ভালো কাজ করবো এ নগরবাসীর জন্য। কারণ আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে এলাকার সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিটি মেয়র।

এ সময় মঞ্চে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।