শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > জঙ্গি হামলা: মেজরসহ ৩ ভারতীয় সেনা নিহত

জঙ্গি হামলা: মেজরসহ ৩ ভারতীয় সেনা নিহত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাশ্মীরের কুপওয়ারা জেলার সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন ভারতী সেনাসদস্য। তাঁরা হলেন- একজন সেনা কর্মকর্তা ও দুজন জওয়ান। এ সময় গুলিতে মারা গেছে দুই জঙ্গিও।

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুপওয়াড়ার চোকিবল এলাকার সেনা ছাউনিতে। ভোর চারটার দিকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত চার আত্মঘাতী জঙ্গির একটি দল অতর্কিতে এই সেনা শিবিরে হামলা চালায়।

ভারতীয় সংবাদ সংস্থা জানায়, নিয়ন্ত্রণ রেখা থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকা এই সেনা শিবিরে জঙ্গি হামলায় বাহিনীর ১ মেজর, এক কমিশনর অফিসার ও এক জওয়ান নিহত হয়েছেন। সেনা সূত্র জানিয়েছে, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

এর আগে, গত বছর উরিতে এ ধরনের একটি হামলায় ১৯ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ওই হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।