শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জঙ্গি নির্মূল করা যায়নি, শক্তি ভেঙে দেয়া গেছে : আইজিপি

জঙ্গি নির্মূল করা যায়নি, শক্তি ভেঙে দেয়া গেছে : আইজিপি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি নির্মূল করা যায়নি তবে শক্তি ভেঙে দেয়া গেছে। জঙ্গিবাদকে সমূলে ধ্বংস করতে হলে দলমত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসতে হবে।

রোববার রাজধানীতে পুলিশ সদর দফতরে অপরাধ বিষয়ক সাংবাদিকদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক জঙ্গি আমাদের অভিযানে নিহত হয়েছে, অনেকে গ্রেফতার আছে। তাদের আর শক্তি নেই ধ্বংসাত্মক কিছু করার।

‘রাজীব গান্ধীসহ নব্য জেএমবি নেতাদের নাম পুলিশের কাছে দুই বছর আগেই এসেছিল’- জাতীয় দৈনিকের এমন খবরের কথা উল্লেখ করে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর ক্ষেত্রে বিলম্বের কারণে জানতে চাইলে আইজিপি বলেন, এ বিষয়ে হয়তবা পুরো পুলিশ বাহিনী জানতো না, পুলিশ বাহিনী জেনে পদক্ষেপ নেবে না এমন ঘটনার কোনো কারণ নেই।