স্টাফ রিপোর্টার ॥ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ হত্যা করে তিন আসামি ছিনতাইয়ের ঘটনা সরকারের দুর্বল দিক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকার এখন থেকে আরো সতর্কতা নিয়ে এগোবে। এটাই সরকারের দায়িত্ব। একটা ঘটনা যেভাবে হোক ঘটে গেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর হতে হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার সারাথ কে. ওয়েরাগোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, গভর্নমেন্ট সব সময় সুখকর অবস্থায় থাকলে সেটা গভর্নমেন্ট নয়, গভর্নমেন্টকে আমাদের মতো দেশে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এখানে কিছু সুখকর বিষয় আসবে, কিছু বিষয় বিব্রতকর হবে। বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা আছে সেগুলো নিতে হবে।
পুলিশ হত্যা করে তিন আসামি ছিনতাইয়ের ঘটনায় সরকার বিব্রত কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি আনপ্লিজেন্ট। এতে বিব্রত হওয়ার বিষয় আছে। সব বিষয় সুখকর হয় না। বিব্রতকর পরিস্থিতি এলে কিভাবে মোকাবেলা করলাম, এটা মোকাবেলা করার জন্য আমি বাস্তবভিত্তিক সমাধানে গেলাম কি না এটাই মূল কথা। যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার, সরকার যদি তা আন্তরিকভাবে নেয় তবে অসুবিধা নেই।
শ্রীলঙ্কা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের পিপিপি (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) প্রকল্পগুলো রাষ্ট্রদূতকে দেওয়া হয়েছে। তারা চাইলে যোগাযোগ খাতে সম্পর্ক গড়ে তুলতে পারে। মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সন্ত্রাস দমনের অভিজ্ঞতা আছে। সেই বিষয়ে আলাপ করা হয়। এছাড়া সরকারি পর্যায়ে করতে চাইলে আমাদের যোগাযোগ খাতে ব্যবসা করার অনুরোধ করা হয়েছে।