শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৮

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৮

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রিজনভ্যানে হামলা চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাজাপ্রাপ্ত তিন জঙ্গি আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করছে র‌্যাব।

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে দপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে ১৫ মার্চ রাজধানীর হাতিরঝিল ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিন জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে আটক করেছিলো পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজনভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে ছিনতাই করে নিয়ে যায় জঙ্গিরা।

ওইদিন বিকেলেই টাঙ্গাইলের সখীপুর থেকে ছিনিয়ে নেয়া আসামিদের একজনকে আটক করে পুলিশ। পরদিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। বাকি দুই আসামির কোনো হদিস এখনো মেলেনি।