শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জঙ্গি আস্তানায় বেনজীর আহমেদ > ‘১৫ মিনিটেই অভিযান শেষ করতে পারতাম’

জঙ্গি আস্তানায় বেনজীর আহমেদ > ‘১৫ মিনিটেই অভিযান শেষ করতে পারতাম’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

রাজধানীর মিরপুরে দারুসসালামের বাঁধন সড়কের জঙ্গি আস্তানায় দুই শিশুসহ সাতজন ভিতরে অবস্থান করছেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বুধবার (৫ আগস্ট) সকালে সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, ছয়তলা ভবনের ৫ম তলা থেকে জঙ্গিরা বেশ কয়েকটি আইইডি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদেরও অভিযান চলছে। ১৫ মিনিটেই অভিযান শেষ করতে পারতাম। কিন্তু ভিতরে থাকা দুই শিশুকে নিরাপদে বাহিরে নিয়ে আসার জন্য অভিযানের সময় দীর্ঘ করা হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন।

বিডি২৪লাইভ