স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।
আজ সোমবার বিকালে শহরের রাজবাড়ি সড়কে গাজীপুর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল। বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এস.এম আলমগীর হোসেন, যুবলীগ নেতা আব্দুল হালিম মন্ডল, রাশেদুল ইসলাম জুয়েল মন্ডল, মেহেদী হাসান নাহিদ, ইকবাল মাস্টার, তোফাজ্জল হোসেন, মনিরুজ্জামান মনির প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে গাজীপুর মহানগর যুবলীগের, থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেয়।