শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > জঙ্গিবাদ ও মাদকাসক্তি রোধে জনসচেতনতা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ ও মাদকাসক্তি রোধে জনসচেতনতা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকাসক্তিতে যেন কেউ জড়িয়ে না পরে সেজন্য জনসচেতনতা গড়ে তুলতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি শিক্ষায় ও গবেষণায় সবাইকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন

এসময় তিনি আরও বলেন, বিজ্ঞান গবেষণায় অবদান রাখার জন্য এই ফেলোশিপ প্রদান করা হচ্ছে। সরকার বিজ্ঞান গবেষণায় সহায়তা প্রদান করতে অঙ্গীকারাবদ্ধ। এই কর্মসূচি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী, তারা শুধু দেশেই না দেশের বাইরেও নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে। তাদের সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। আপনারা সবাই আরো বেশি বেশি করে গবেষণার কাজে মনোযোগী হবেন।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাইকে লেখাপড়া শিখতে হবে এবং এসব দমনে সবাইকে সহায়তা দিতে হবে। আমরা স্বাধীন জাতি। সীমিত সম্পদ ব্যবহার করতে পারলেই আমাদের আর কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।