শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ছাড়লো ঈদের বিশেষ ট্রেন

ছাড়লো ঈদের বিশেষ ট্রেন

শেয়ার করুন

স্টাফ স্টাফ রিপোর্টার ॥ কাঁটায় কাঁটায় ৮টা ৪৫ মিনিট। বাঁশির ফুৎকারে ছাড়লো বাড়ি ফেরার ট্রেন। নাম তার ‘ঈদ স্পেশাল’। ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই ট্রেনটি এবারের ঈদের প্রথম স্পেশাল সার্ভিস।

শনিবার দেওয়ানগঞ্জ স্পেশাল ছাড়াও দু’টি ট্রেন ঢাকা থেকে ঈদযাত্রীদের বাড়ি নিয়ে যাবে।

ঈদের পর সাতদিন পর্যন্ত ঢাকা থেকে পার্বতীপুর, দেওয়ানগঞ্জ ও খুলনার উদ্দেশ্যে এই তিনটি বাড়তি ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, নির্ধারিত সময়েই দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে দেওয়ানঞ্জ স্পোশাল সার্ভিস। এরপর বেলা ১১টা ২৫ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে খুলনা স্পেশাল সার্ভিস।

এছাড়া বিকেল ৫টা ২০ মিনিটে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাবে পার্বতীপুর স্পেশাল সার্ভিস।

রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ঈদের সময় এবার বিভিন্ন গন্তব্যের ট্রেনে ১৬৬টি অতিরিক্ত কোচ এবং অতিরিক্ত লোকোমোটিভ সংযোজন করা হবে।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. খায়রুল বাশার জানান, ঈদে ট্রেনে যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষের আন্তরিকতা ও চেষ্টার অভাব নেই।

শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় চোখে না পড়লেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে ভিড়।

এদিকে যথাসময়ে বাড়ি যাওয়ার আশায় কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে শত শত যাত্রীর চোখে-মুখে দেখা গেছে আনন্দের ছাপ।

রোববার ২০ জুলাই থেকেই শুরু হয় ঈদের আগাম টিকিট বিক্রি। চলে ২৪ জুলাই পর্যন্ত। ২৪ জুলাই থেকে ঈদের ট্রেন চলা শুরু হয়।