রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ছাত্রলীগ মন্ত্রী-এমপিদের রক্তচক্ষুকে ভয় পায় না

ছাত্রলীগ মন্ত্রী-এমপিদের রক্তচক্ষুকে ভয় পায় না

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: ছাত্রলীগের সাম্প্রতিক কিছু ঘটনার পর বেশ কিছু অনুষ্ঠানে মন্ত্রী-এমপিরা প্রকাশ্যেই বলেছেন, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। আর সন্ত্রাসীরা যদি যুবলীগ বা ছাত্রলীগও হয় এতে কোন বাধা নেই। আর এমন বক্তব্যে বেশ চটেই আছেন ছাত্রলীগের কিছু নেতা।

গতকাল শনিবার সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষাদের ফেসবুক ওয়ালে দেয়া এক স্ট্যাটাসেই এর প্রমাণ মেলে। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘অনেক মন্ত্রী, এমপি ইদানিং দেখতেছি ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছেন। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, ছাত্রলীগ ছাড়া আপনারা ঘড় (ঘর) থেকে বের হতে পারবেন কি? আপনারা ভুলে যাবেন না এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগ শেখ হাসিনার ছাত্রলীগ। এই ছাত্রলীগ আপনাদের রক্ত চক্ষুকে ভয় করে না। বীর সেনাদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সুতরাং ছাত্রলীগকে নিয়ে দয়া করে কিছু বলতে যাবেন না।’

স্ট্যাটাসে সদ্য বিদায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দীকিকেও ট্যাগও করেছেন তিনি।

সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বর্তমান সরকার। বিশেষ করে বিগত কয়েক দিনে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যকালে সরকারের এমন অবস্থানের কথা জানানও দিয়েছেন বেশ ক’জন মন্ত্রী। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ক্ষমতাসীন দলের নেতাকর্মীর নিহতের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে রাজধানীর হাজারীবাগে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

এছাড়া মাগুরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে যুবলীগ নেতা মেহেদী হাসান ওরফে আজিবর শেখ। এমতাবস্থায় নিজ দলীয় সন্ত্রাসীরাও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা সরকারের এমন প্রদক্ষেপ মেনে নিতে পারছেন না। উল্টো তারা সরকারের মন্ত্রী-এমপিদের হুমকি দিয়ে যাচ্ছেন।

‘বন্দুকযুদ্ধে’ আরজু ও মেহেদী নিহত হওয়ার পর গত মঙ্গলবার ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সরকারের সেতু ও যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে।’

এর পরদিন গত বুধবার দুপুরে ঢাকার একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। এখানে কে ছাত্রলীগ, কে যুবলীগ, এটা বিষয় নয়। অপরাধীর পরিচয়, সে অপরাধী। এ ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবে সরকার।’

মন্ত্রীদের এমন বক্তব্যে ছাত্রলীগ নেতারা পড়েছেন বিপাকে। তারা সভা-সামাবেশে প্রকাশ্যে কিছু বলতে না পারলেও আড়ালে মন্ত্রীদের সমালোচনা করছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

এদিকে, সিলেট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের এমন কড়া সমালোচনার পরও গতকাল শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘ছাত্রলীগের যে পরিবার তা আর বাড়ানোর দরকার নেই। যারা লড়াই করেছিল তারাই যথেষ্ট। নতুন করে কোনো ছাত্রলীগের দরকার নেই। সুযোগসন্ধানী, মতলববাজ ছাত্রলীগের দরকার নেই।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর শহীদ বশির উদ্দীন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নাসিম। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারও উপস্থিত ছিলেন। বিশেষ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাদের উপস্থিততে নাসিম আরো বলেন, ‘ক্ষমতার দম্ভ থাকতে নেই। কারণ সামনে কঠিন সময়। আমাদের শক্ত প্রতিপক্ষ নেই, তাই সতর্ক থাকতে হবে। বিএনপি এখন ধ্বংসের পথে।’ বাংলামেইল২৪ডটকম