জেলা প্রতিনিধি, যশোর ॥ যশোরের স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যাকাণ্ডের প্রতিবাদে চৌগাছায় অনির্দিষ্টকালের হরতাল চলছে।
স্থানীয় আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে শুক্রবার সকাল থেকে চৌগাছায় অধিকাংশ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হত্যাকারীদের আটক ও শাস্তির দাবিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিােভ মিছিল করেছে।
এদিকে, সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে যশোরের কাঁঠালতলা ঢাকা রোডে তার দ্বিতীয় জানাজা ও দলীয় কার্যালয়ে আরো একটি জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এ কারণে দাফন সম্পন্ন হতে সন্ধ্যা হয়ে যেতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ইউপি চেয়ারম্যান মিন্টু হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার থেকে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। তবে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে তাদের নিজ গ্রাম থেকে আটক করা হয়। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটকরা হলেন- চৌগাছা উপজেলার দীঘলসিংহা গ্রামের রনি, জাহাঙ্গীরপুর গ্রামের পান্নু ও বকুল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় চৌগাছায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন উপজেলার সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টু।