স্পোর্টস ডেস্ক ॥
বিশ্বকাপে নিজের দেশ রাশিয়ার হয়ে তাক লাগিয়ে দেন। দলের শেষ আটে যাওয়ার পেছনে তার চার গোল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই দেনিস চেরিশেভের বিরুদ্ধে উঠেছে ডোপিংয়ের অভিযোগ। স্প্যানিশ ডোপ-বিরোধী কর্তৃপক্ষ তদন্তে নেমেছে।
২৭ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি ধারে ভিয়ারিয়াল থেকে ভ্যালেন্সিয়ায় এসেছেন। আর সেখানে এসেই এই তদন্তে পড়েন। চেরিশেভের তার বাবা সংবাদ মাধ্যমকে জানান, তার ছেলে গ্রোথ হরমোন চিকিৎসা নিয়েছিলেন!
গ্রোথ হরমোনের বিষয়টি প্রমাণিত হলে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন বিশ্বকাপ ফুটবলার চেরিশেভ। এ প্রসঙ্গে স্থানীয় একটি সংবাদপত্রে এই ফুটবলার বলেন, ‘আমার দিক থেকে সততার ঘাটতি নেই। মনে করি কোনো সমস্যা হবে না। চিকিৎসকদের উপর সব ছেড়ে দিয়েছি। দেখা যাক কী হয়।’