শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > চীন আক্রমণ করতে পারে, আশঙ্কা তাই প্রেসিডেন্টের

চীন আক্রমণ করতে পারে, আশঙ্কা তাই প্রেসিডেন্টের

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তার দেশের ওপর চীনের আক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এবং চীনের সামরিক হামলার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাইওয়ানের আশেপাশে চীনের ক্রমবর্ধমান সামরিক মহড়ার প্রেক্ষিতে তাই প্রেসিডেন্ট গত মঙ্গলবার এমন আশঙ্কা ব্যক্ত করেন। স্পুটনিক

তাইওয়ানের একটি টেলিভিশনে প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন বলেন, কেউ চীনের আক্রমনের আশঙ্কা উড়িয়ে দিতে পারে না। আমাদের দেখতে হবে তাদের নীতি নির্ধারকরা যুক্তিসঙ্গত কি না। যখন তাইওয়ানের সরকার চীনের পক্ষ থেকে চাপ বা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে তখন তা প্রতিরোধের উপায় খুঁজে বের করতে হবে। এটা খুবই জরুরি।

আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন বলেন, চীনের এধরনে তৎপরতার মুখে তার দেশ সতর্ক রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এবং সেনাবাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। গত ডিসেম্বরে তাইওয়ানের আশে পাশে চীনা জঙ্গি বিমান বেশ কয়েকবার উড্ডয়ন করে।