শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > চীনে ৫০০০ বছরের পুরনো দানবাকৃতির মানুষের কঙ্কাল আবিষ্কার

চীনে ৫০০০ বছরের পুরনো দানবাকৃতির মানুষের কঙ্কাল আবিষ্কার

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
চীনে নৃ-বিজ্ঞানীরা ৫০০০ বছরের পুরনো এমন কিছু মানুষের কঙ্কাল আবিষ্কার করেছেন যে মানুষগুলো অস্বাভাবিক লম্বা এবং শক্তিশালী ছিলো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, শ্যানডং প্রদেশের জিনান শহরের পাশে জিয়াওজিয়া গ্রামের একটি গোরস্থানে যেসব কঙ্কাল পাওয়া গেছে তাদের মধ্যে বেশ কিছু মানুষের দৈর্ঘ্য ছিলো ১.৮ মিটার। এছাড়াও এমন আরেকটি কঙ্কাল পাওয়া গেছে যার মানুষটি ১.৯মিটার লম্বা ছিলেন বলে পরিমাপ করা হয়েছে।

বর্তমান ইউরোপের মানুষের গড়পরতা উচ্চতা অনুযায়ী চীনে আবিষ্কৃত এসব কঙ্কালের অধিকারী মানুষেরা খুব একটা অস্বাভাবিক দীর্ঘদেহী না হলেও তারা তাদের সমসাময়িক অন্যান্য মানুষের কাছে রীতিমত দানবাকৃতির ছিলো।

বর্তমান শানডং প্রদেশেই চীনা ধর্মগুরু ও দার্শনিক কনফুসিয়াসের জন্ম হয়। তিনি ১.৯মিটার লম্বা ছিলেন বলে জানা যায়।

নৃতাত্ত্বিক খননকাজের মাধ্যমে উল্লেখিত গোরস্তান এলাকায় ১০৪টি বাড়ি, ২০৫টি কবর এবং ২০টি উৎসর্গীকরণের কূপ পাওয়া গেছে। এছাড়া সেখান থেকে কিছু বর্ণিল পাত্র ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট