শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > চীনের ভ্যাকসিন বাংলাদেশে তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমোদন

চীনের ভ্যাকসিন বাংলাদেশে তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমোদন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাসের চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের জন্য তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

রোববার বিএমআরসি’র পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানিয়েছেন, ‘চীনের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল বেইজিং। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি।’

ডা. মাহমুদ-উজ-জাহান জানান, প্রাথমিকভাবে সরকারি সাত-আটটি কোভিড হাসপাতালে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে।