সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > চিকিৎসায় নোবেল পেলেন জৈব ঘড়ির উদ্ভাবক ৩ মার্কিন

চিকিৎসায় নোবেল পেলেন জৈব ঘড়ির উদ্ভাবক ৩ মার্কিন

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতলেন তিন মার্কিন বিজ্ঞানী। চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদান রাখা বায়োলজিকাল ক্লক বা জৈব ঘড়ি আবিষ্কার করে ২০১৭ সালের নোবেল পুরস্কার জয় করা বিজ্ঞানীরা হলো জেফরি হল, মাইকেল রোশবাশ ও মাইকেলণ ইয়াং। সোমবার নোবেল কমিটি এই তিন মার্কিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন। শীঘ্রই পুরস্কারের ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার তিন বিজয়ী চিকিৎসককে ভাগ করে দেওয়া হবে।

জৈব ঘড়ির মলিকিউলার মেকানিজমের আবিষ্কারের কারণে তাদেরকে নির্বাচিত করে নোবেল কমিটি। এবিষয়ে সুইডেনের কালোনিসকা ইনস্টিটিউটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘তাদের আবিষ্কারের মাধ্যমে মানুষ, উদ্ভিদ ও প্রাণীরা কিভাবে জৈবিক ছন্দে অভ্যস্ত হয়েছে এবং তার মাধ্যমে কিভাবে পৃথিবীর বিপ্লব ঘটেছে তা জানা যাবে ।’

পুরস্কারের অর্থ ছাড়াও তাদেরকে সম্মানি হিসেবে আরো ১১ লাখ মার্কিন ডলার দেওয়া হচ্ছে। এনডিটিভি