শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চায়না-বাংলা বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত

চায়না-বাংলা বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা:বাংলাদেশে ২৪ বিলিয়ন ডলারের বিনিয়োগে চীন সরকারের প্রতিশ্রুতি পর্যবেক্ষণে শিগগিরি একটি কমিটি করা হবে। রবিবার সকালে এফবিসিসিআই ভবনে চায়না-বাংলা বাণিজ্য বৈঠকে এ কথা জানান সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমদ।

এসময় চীনা রাষ্ট্রদূত মা মিং ইয়ং বলেন, অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই হবে বিনিয়োগের সবচেয়ে ভালো জায়গা।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাশে সফরে ২ হাজার ৪০০ কোটি ডলারের ঋণ চুক্তি হয় দুদেশের মধ্যে। আশা করা হচ্ছে, এই বিপুল পরিমান বিনিয়োগ বাস্তবায়ন হলে আরও গতিশীল হবে অর্থনীতি, বাড়বে কর্মসংস্থান আর মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

এফবিসিসিআই ভবনে আয়োজিত চায়না বাংলা বিজনেস মিটিংএ সংগঠনের সভাপিতি জানান, চীনের সাথে চুক্তিগুলো পর্যবেক্ষনে সংগঠনের সাবেক সভাপতি এ কে আজাদের নেতৃত্বে শিগগিরই কমিটি করা হবে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, চট্রগ্রামের আনোয়ারার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আসতে এখনও অবকাঠামো গত দুর্বলতা রয়ে গেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, সহজ সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই ওয়ানস্টপ সার্ভিস আইন পাশ হবে।