শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > চাপে রাখার কৌশল হিসেবে অভিযোগ তোলা হচ্ছে : ডিএমপি কমিশনার

চাপে রাখার কৌশল হিসেবে অভিযোগ তোলা হচ্ছে : ডিএমপি কমিশনার

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনো কোনো দল ও প্রার্থী অভিযোগ তুলছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘এটা হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। দেশ ও জনগণের জন্যই আমরা কাজ করব, করছি। আশ্বস্ত করছি যে, যেসব অভিযোগগুলো সত্য সেসব ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

বড়দিন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী ২৭ নং সড়কস্থ ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।