শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > চাকরি জাতীয়করণসহ ১৯ দফা দাবিতে ৫ অক্টোবর ধর্মঘট করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট

চাকরি জাতীয়করণসহ ১৯ দফা দাবিতে ৫ অক্টোবর ধর্মঘট করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
গাজীপুরঃ চাকরি জাতীয়করণসহ ১৯ দফা দাবিতে আগামী ৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মহা-অবস্থান ধর্মঘট করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এই সংগঠনের গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর শহরের হাবিবুল্ল্যাহ সরণিতে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান।
তাদের ১৯ দফা হচ্ছে- দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে- শতকরা ৫০ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে, শিক্ষক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে এবং শিক্ষকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে পূর্বের নিয়োগ বিধি বহাল রাখতে হবে, বেতন স্কেল সংশোধন করা, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের অনুরুপ বেতন স্কেল চালু ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে, অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ করতে হবে, উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত ঝঃঁফবহঃ ঈধনরহবঃ এবং ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু করতে হবে, পূর্ণ সিলেবাসে পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রথা বাতিল করতে হবে, বিতর্কিত কোন নির্বাচনে শিক্ষক-কর্মচারীদের দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নিতে হবে, প্রতি ঈদের ১০০% উৎসব ভাতা প্রদান করতে হবে, ঢাকা মহানগরে সর্বশেষ বেতন ধাপের ৫০% বাড়ি ভাড়া প্রদান করা এবং অন্যান্য মহানগর, শহর এবং গ্রামে সরকারি শিক্ষক কর্মচারীদের অনুরূপ বাড়ি ভাড়া প্রদান করতে হবে, বদলী প্রথা চালু করতে হবে, অনার্স/মাস্টার্স শিক্ষকদের এমপিও প্রদান করতে হবে, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও প্রদান করতে হবে, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম-মর্যাদা দিতে হবে, শিক্ষকবান্ধব ও যোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে নতুন পে-কমিশন গঠন করতে হবে, নতুন পে-কমিশনের মাধ্যমে বিভিন্ন গ্রেডে কমপক্ষে ১৫০ ভাগ বেতন বৃদ্ধি করতে হবে, বেতন ধাপ ২০ থেকে ২৫ টিতে বৃদ্ধি করতে হবে।

সম্মেলনে কাপাসিয়া শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শাহাব উদ্দিন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলার আহবায়ক অধ্যাপক নজরুল ইসলাম, সদস্য সচিব মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার, অধ্যক্ষ আব্দুর রশিদ, প্রিন্সিপাল হুমায়ুন কবির, অধ্যাপক সামসুল হুদা লিটন, অধ্যাপক হাবিবুর রহমান, শিক্ষক নেতা শাহাব উদ্দিন মাস্টার, মোঃ আনোয়ার হোসেন, আহম্মদ আলী শেখ, হাবিবুর মাস্টার, মাওলানা মোঃ সিদ্দিক হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মোঃ আলী আকবর ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।