শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চলে গেলেন বার্সার সাবেক কোচ টিটো

চলে গেলেন বার্সার সাবেক কোচ টিটো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ফুটবলের বিশ্বনন্দিত স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক কোচ ও ম্যানেজার টিটো ভিলানোভা। শুক্রবার ৪৫ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন তিনি। ক্লাবের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

টিটো একজন প্রাক্তন স্পেনীয় ফুটবলার। তিনি মূলত মাঝমাঠের খেলোয়াড় ছিলেন। ২০০৭–০৮ মৌসুমে তিনি বার্সেলোনা বি দলের সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করেন। বার্সেলোনার ওয়েবসাইটে টিটোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৬৮ সালের ১৭ এপ্রিল স্পেনের বেলেসেয়ার দ্য এম্প্রোদা শহরে জন্ম নেওয়া টিটো লা লিগার নন্দিত ক্লাব সেলটার মিড ফিল্ডার হিসেবে খেলতেন।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বার্সেলোনায় পেপ গার্দিওলার সহকারি হিসেবে কাজ করেন। সেসময় বার্সেলোনা ১৪টি শিরোপা জেতে। ২০১২ সালে গার্দিওলার প্রস্থানের পর তিনি বার্সেলোনার ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯০ সালে, বার্সেলোনার যুব প্রকল্প থেকে বের হওয়ার পর, প্রথম দলে বেশি জায়গা না পাওয়ায় ভিলানোভা দল ছেড়ে দেন।