স্টাফ রিপোর্টার ॥ চলতি সপ্তাহে দেশবাসীকে হরতালের কবলে পড়তে হচ্ছে না! দেশের বর্তমান পরিস্থিতি, চলমান ঘটনা, বিএনপির দলীয় কর্মসূচি ও অন্যান্য পরিস্থিতি বিশ্লেষণ করে বিষয়টি কিছুটা নিশ্চিত হওয়া গেছে।
এ সপ্তাহের কর্মদিবস বাকি আছে মাত্র তিনটি। এর মধ্যে ২০ নভেম্বর বুধবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী পালন করবে বিএনপি। পাশপাশি বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস। তাছাড়া বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর করছেন। এসব দিক বিবেচনা করে বিএনপি হরতাল দেবে না এটা মোটামুটি নিশ্চিত।
জানা গেছে, চলমান রাজনৈতিক সংকট নিরসনে এ পর্যায়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিরোধী দল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে বিরোধী দলীয় নেতা বৈঠক করবেন।
বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতা সাক্ষাৎ করবেন। এতে সর্বোচ্চ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে।’
তবে কারা ওই প্রতিনিধি দলে থাকবেন সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি সালেহ আহমেদ।
চলতি সপ্তাহে মার্কিন সহকারী পরাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়ালের সফরের কারণে গত রোব ও সোমবার হরতাল কর্মসূচি থেকে বিরত ছিলো বিরোধী জোট।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গত ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রতি সপ্তাহে ৩ দফায় হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। এ দাবিতে কঠোর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও সার্বিক পরিস্থিতিতে এই সপ্তাহে হরতালের মতো কর্মসূচির সম্ভাবনা নেই বললেই চলে।