বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ- মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কার্যক্রম চলতি মাসের শেষদিকে শুরু হতে চলেছে। মিয়ানমারের শ্রম, অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিন্ট কিয়াং স্থানীয় একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মিন্ট কিয়াং বলেছেন, ‘ডিসেম্বরের শেষদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার প্রস্তুত হবে। তবে একটি বিষয়, এখনও বাংলাদেশ থেকে আমাদের কাছে রোহিঙ্গাদের নিবন্ধন ফরম পাঠানো হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব ছবিসহ সম্পূর্ণ ফরম পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়া শেষ হলেই শরণার্থীদের গ্রহণ করা শুরু হবে।’
জানা যায়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে একটি নিবন্ধন ফরম বিতরণ করার কথা রয়েছে। রাখাইনে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের ওই ফরমে তাদের নাম, বাবা-মায়ের নাম, আত্মীয়-স্বজনদের নাম ও ঠিকানা লিখে জমা দিতে হবে। এরপর তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবে। ইতোমধ্যে রোহিঙ্গাদের জায়গা করে দেয়ার জন্য রাখাইনের তাংফাইলেটওয়ে ও নাখুয়াতে ক্যাম্প নির্মাণের কাজ চলছে, যা ডিসেম্বরেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত ২৫ আগস্ট সে দেশের রাখাইন রাজ্য থেকে সোয়া ৬ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কক্সবাজারে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে তারা। এসব রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্প্রতি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সূত্র: যুগান্তর