শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চলছে নিরুত্তাপ হরতাল-অবরোধ

চলছে নিরুত্তাপ হরতাল-অবরোধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ জোটের ১০ হাজার নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগরীসহ সারা দেশে দু’দিনের হরতালের শেষ দিন চলছে সোমবার। একই সঙ্গে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত রয়েছে।

হরতাল চলাকালে সোমবার সকাল ১০টা পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীতে সীমিত আকারে যানবাহন চলছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন চলছে যথাসময়ে।

প্রসঙ্গত, গত শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত জোটের এক বিবৃতিতে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।