বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চলচ্চিত্রে নিয়মিত হতে চান স্বাগতা

চলচ্চিত্রে নিয়মিত হতে চান স্বাগতা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ ছোটপর্দার প্রিয়দর্শিনী অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। শিল্পের প্রতিটি শাখায়ই তার পদচারণা রয়েছে। নৃত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, উপস্থাপনা ও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে তিনি সব শ্রেণীর দর্শক-শ্রোতাদের মন কেড়ে নিয়েছেন।

মাত্র সাড়ে ৩ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মডেল-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী স্বাগতা। এরপর তিনি আরো প্রায় ১০টি ছবিতে অভিনয় করেছেন। তবে মাঝে হঠাৎ করেই চলচ্চিত্র থেকে দূরে সরে যান স্বাগতা। এরপর গত পাঁচ বছরেও তাকে আর নতুন ছবিতে দেখা যায়নি। তবে সম্প্রতি স্বাগতা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তিনি আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চান বলে জানিয়েছেন।
এদিকে চলতি বছরই মুক্তি পাচ্ছে স্বাগতা অভিনীত ‘সূচনা রেখার দিকে’ ছবিটি। প্রায় অর্ধযুগ আগে তিনি এর শুটিং করেছিলেন। এ ছবিটির মুক্তি পরপরই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘সূচনা রেখার দিকে ছবিটি দীর্ঘদিন সেন্সরে আটকে থাকায় হতাশ হয়েছিলাম। তবে গত মাসে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। এটি মুক্তি পাওয়ার পরপরই আমি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হব। ইতোমধ্যে আমার সঙ্গে কয়েকজন চিত্রনির্মাতার এ ব্যাপারে কথা চলছে।’
তিনি আরো বলেন, ‘মাঝে চলচ্চিত্রের অবস্থা বেশ নড়বড়ে হয়ে পড়েছিল। মূলত এ কারণেই বড় পর্দা থেকে দূরে সরেছিলাম। তবে বর্তমানে আবার চলচ্চিত্রে সুদিন ফিরে আসতে শুরু করেছে। তাই আমিও আবার এ মাধ্যমে ফিরতে মনস্থির করেছি।’ স্বাগতার প্রথম ছবির শিরোনাম ছিল ‘লিনজা’। এরপর একে একে ‘সম্মান’, ‘সতীপুত্র আবদুল্লাহ’ ও ‘টপ মাস্তান’ ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৬ সালে স্বাগতা ‘শত্রু শত্রু খেলা’ ছবিতে প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এতে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। পরে ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘ডুবসাঁতার’ ও ‘ফিরে এসো বেহুলা’ ছবিতেও কাজ করেছেন স্বাগতা। সর্বশেষ ২০০৯ সালে সরকারি অনুদানে নির্মিত ‘সূচনা রেখার দিকে’ ছবিতে অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেন আকতারুজ্জামান।
বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। স্বাগতা এবারের ঈদ কাতারে উদযাপন করেছেন বলে জানিয়েছেন। অচিরেই তিনি কোরবানি ঈদের কাজ শুরু করবেন। বর্তমানে বিভিন্ন চ্যানেলে তার চারটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এগুলো হলো-’অন্দরমহল’, ‘কেবলই স্বপ্ন করেছি বপন’, ‘ধন্যি মেয়ে’ ও ‘অপূর্বা’। কয়েকটি নতুন ধারাবাহিকে অভিনয়ের ব্যাপারেও নির্মাতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে।