বিনোদন ডেস্ক ॥
দুই জেনারেশনের দুই অভিনয় শিল্পী চম্পা ও শিল্পী। এই প্রথমবার তারা জুটি বাঁধতে যাচ্ছেন। এতে চিত্রনায়িকা চম্পার স্বামীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শিমুল খান। সেটা দেখা যাবে পল্লীকবি জসীমউদ্দীনের অমর কবিতা ‘কবর’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’-এ। এটি পরিচালনা করবেন রাশিদ পলাশ।
শিমুল খান বলেন, ‘আমার দাদা মাওলানা আব্দুল হামিদ খান ছিলেন ফরিদপুরের অন্যতম একজন কবি। জীবদ্দশায় যিনি বেশ কিছু কাব্যগ্রন্থ লিখে গিয়েছিলেন। তাছাড়া তিনি ছিলেন কবি জসীমউদ্দীনের একান্ত ভাবশিষ্য এবং তার তারুণ্যের বেশিরভাগ সময়ই কাটত কবি জসীমউদ্দীনের সঙ্গে সাহিত্য চর্চাসহ নানামুখী আড্ডার মধ্য দিয়ে। আমি সেই কবি জসীমউদ্দিনের সৃষ্টি নিয়ে নির্মিত ছবিতে কাজ করেত যাচ্ছি এটা আমার কাছে অন্যরকম আবেগের বিষয়।’
তিনি আরও বলেন, ‘এই ছবিতে তারেক আনাম স্যার এবং চম্পা ম্যাডামসহ আমার সকল সহশিল্পীই প্রকৃত অর্থে অনেক গুণী। অতএব, আমি অনেক খুশি তাদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পেয়ে। কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’
ছবিতে চম্পা-শিমুল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, কাজী নওশাবা আহমেদ, সাদিয়া রাইহান প্রমুখ। গতকাল সোমবার, ৭ আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে মানিকগঞ্জ এবং পুবাইলের বিভিন্ন লোকেশনে। শুটিং চলবে ৯ আগস্ট পর্যন্ত টানা তিনদিন। এই ছবিটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবে বলে জানালেন নির্মাতা রাশিদ পলাশ।