শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চবি ছাত্রলীগের দু’পক্ষে আবারও সংঘর্ষ

চবি ছাত্রলীগের দু’পক্ষে আবারও সংঘর্ষ

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি দায়িত্ব পাবার পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সোমবারের সংঘর্ষের জেরে মঙ্গলবার রাতে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে এ সংঘর্ষের সময় সোহরাওয়ার্দী হলের অন্তত চারটি কক্ষে ভাংচুর চালানো হয়েছে। হাটহাজারী থানার ওসি মো. সালাহউদ্দিন জানান, আগের দিনের মারামারির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করার এক ঘণ্টার মধ্যে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের অনুসারীরা।

গত বছরের ২০ জুলাই কমিটি গঠনের পর সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীরা এ নিয়ে চতুর্থ বার সংঘর্ষে জড়াল।

ওসি জানান, সংঘর্ষের মধ্যে হলের ১১১ থেকে ১১৪ নম্বর কক্ষে ভাংচুর করা হয়। খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এতে কেউ আহত হয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। কাউকে আটকেরও খবর নেই।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারের চেষ্টায় সোমবারও এ দুই পক্ষ সংঘর্ষে জড়ায়, তাতে অন্তত ছয়জন আহত হন, যাদের মধ্যে তিনজন এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার পর মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।