বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চবিতে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

চবিতে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষে দু’টি মামলা দায়ের হওয়া পর অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ক্যাম্পাসে পুলিশ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ অভিযান চালায় হাটহাজারী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আলমগীর টিপুর অনুসারী রাকিব হোসেন ও মো.ইমরান। এদের মধ্যে ইমরান ইংরেজী বিভাগের (১০-১১ সেশনের) শিক্ষার্থী বলে জানা গেছে।

এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী ও ইতিহাস বিভাগের ছাত্র মো. আরাফাত রহমানকে কুপিয়ে জখম ও এনাম চৌধুরীকে মারধরের ঘটনায় আরাফাতের বড় বোন সৈয়দা ফারজানা রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

একই সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের অনুসারী মো. মাসুম ও মির্জা কবির আহত হওয়ার ঘটনায় মির্জা কবির নিজেই বাদী হয়ে বুধবার সকালে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৫ জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারি থানার ওসি ইসমাঈল হোসেন বাংলামেইলকে বলেন, ‘মামলার আসামী হিসেবে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদেরও ধরতে পুলিশের এ অভিযান অব্যাহত আছে।’

প্রসঙ্গত, এর গত সোমবার (৮ ফেব্রুয়ারি) কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ ঘটনায় চারজন আহত হন। এর একদিন পর মঙ্গলবার রাতে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন বিবদমান দু’গ্রুপের কর্মীরা। এ ঘটনার পরপরই চবি ছাত্রলীগের সব কার্যক্রমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। বাংলামেইল২৪ডটকম