শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > চট্রগ্রামে মেয়র মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু, আহত অর্ধশত

চট্রগ্রামে মেয়র মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু, আহত অর্ধশত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
চট্টগ্রামের কাজির দেউরিতে রিমা কম্যুনিটি সেন্টারে সাবেক মেয়র মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশত ব্যক্তি।

হাসপাতালে আহতদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। খাবার খাওয়ার সময় ভিড়ে হুড়োহুড়ি শুরু হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কুলখানিতে দুপুর ১২ থেকে খাবার দেওয়া শুরু হয়। কম্যুনিটি সেন্টারের গেটটি নিচু ও একটু ঢালু হওয়ায় এক পর্যায়ে হুড়োহুড়ি শুরু হলে অসাবধানবশতঃ অনেকে পদদলিত হন।

রিমা কম্যুনিটি সেন্টারে মেয়রের কুলখানিতে অমুসলিমদের জন্যে খাবারের আয়োজন করা হয়। আট হাজার মানুষের জন্যে সেখানে খাবারের আয়োজন করা হলেও ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হয়। নগরীতে ১৪টি ম্যুনিটি সেন্টারে কুলখানির আয়োজন করা হয়েছে। কুলখানিতে পুরো চট্টগ্রাম শহরে অন্তত ১ লাখ মানুষের খাবারের আয়োজন করা হয়।

পদদলিত হওয়ার ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। চট্টগ্রামে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, অন্যান্য কম্যুনিটি সেন্টারেও পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।