শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড চীন, ২৫ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড চীন, ২৫ জনের প্রাণহানি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় উসাগির আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ। সেখানে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। তবে, এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় কয়েকটি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ কিলোমিটার বা ১১০ মাইল। বিস্তীর্ণ অঞ্চলে গাছপালা উপড়ে পড়ে ও সড়ক থেকে যানবাহন ছিটকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে কয়েকজন মারা যায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। চীনের মূল ভূখণ্ডে ৩৫ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক, ট্রেন ও বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে বহু এলাকায়। বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। গুয়াংঝোউ থেকে বেইজিংয়ে যাওয়ার সব ট্রেনের যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। গুয়াংঝোউ, শেনঝেন ও হংকংয়ের শ’ শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। হংকং এ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হলেও, ভয়াবহতার মাত্রা ছিল তুলনামূলক অনেকটা কম। চীনের ফুজিয়ান প্রদেশে ৮০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। কর্তৃপক্ষ কমপক্ষে ৫০ হাজার উদ্ধারকর্মীকে উদ্ধার-তৎপরতায় নেমে পড়ার নির্দেশ দিয়েছে।