শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ঘাতক বায়ু দূষণে দিল্লি পর্যদুস্ত, হাসপাতালে ঠাঁই নেই

ঘাতক বায়ু দূষণে দিল্লি পর্যদুস্ত, হাসপাতালে ঠাঁই নেই

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
দিল্লিতে বায়ু দূষণ ভয়াবহ রূপ ধারণ করেছে এবং রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দিল্লি ম্যাক্স হাসপাতালের কর্তব্যরত ডা. প্রশান্ত সাক্সেনার মতে, ‘রোগীর সংখ্যা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে আমরা সবাইকে হাসপাতালে জায়গা দিতে পারছি না।’
আল জাজিরাকে দেয়া একটি সাক্ষাতকারে সাক্সেনা বলেন, ‘বর্তমান দিল্লির বায়ু নিরব ঘাতক। এ দূষিত বায়ু আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। প্রতিদিনই গুরুতর রোগীর পরিমান শতকরা ২০ থেকে ২৫ ভাগ বাড়ছে। হাসপাতালে রোগীর বিছানা ও ঔষধের সংকট দেখা দিয়েছে। এ ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হাসপাতালের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
নয়া দিল্লি পৃথিবীর সবচেয়ে দূষিত শহর। ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েসন (আইএমএ) এর মতে, এবারের বায়ু দূষণ অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এজন্য আইএমএ শহরের মানুষকে যতটা সম্ভব ঘরের মধ্যে অবস্থান করার পরামর্শ দিয়েছে।
দিল্লির বাতাসে ‘পিএম ২.৫’ (বাতাসে ক্ষতিকর এক ধরণের পদার্থ) এর পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪ গুণ বেড়ে গেছে। বর্তমানে দিল্লির বায়ু এতটাই ভয়াবহ যে দিল্লিতে একদিন শ্বাস নেয়া প্রায় ৫০ টা সিগারেট খাওয়ার সমান। আল জাজিরা