শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গ্রীষ্মে বাড়ে প্রেমের ভাঙন

গ্রীষ্মে বাড়ে প্রেমের ভাঙন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আসছে গ্রীষ্মকাল, তাই সাবধান প্রেমিকযুগল। কারণ গ্রীষ্মের উত্তাপের সঙ্গে সঙ্গে বাড়ে প্রেমের ভাঙন। আর এ বিষয়টি উঠে এসেছে ফেসবুকের এক সমীক্ষায়।

ভ্যালেন্টাইনস ডে’তে ৫০টি বড় বড় শহরে ফেসবুক এ অভিনব সমীক্ষা চালায়। এই সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু মজার মজার তথ্য।

সমীক্ষায় দেখা যায়, মে থেকে জুলাইয়ের মধ্যে প্রেমের ভাঙন হয় সর্বাধিক। তবে এর কারণ ব্যাখ্যা করেনি ফেসবুক। অবশ্য আমরা মজা করে বলতেই পারি, গ্রীষ্মের প্রখর তাপে মানুষের মস্তিষ্কে চাপ একটু বাড়ে। আর সেই তাপে বেশি করে পুড়ে যায় প্রেম।

সমীক্ষায় আরো দেখা যায়, ভালোবাসার সবচেয়ে ভালো ঠিকানা কলোরাডো স্প্রিংস। সেখানকার মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রেম জাগায়। তবে তার উল্টো সান ফ্রান্সিস্কো। সেখানকার লোকজনের প্রেমে পড়ার চান্স সবচেয়ে কম। সান ফ্রান্সিস্কোতে সিংগ্যাল পুরুষের সংখ্যা নারীদের থেকে অনেক বেশি।

আরো জানানো হয়, যাদের ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে তাদের সম্পর্ক তিনমাস টিকলে তা চার বছরের বেশি স্থায়ী হয়। এর মধ্যেই তা গড়ায় পারিবারিক বন্ধনে।