শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গোয়ালন্দ পৌর কর্মচারিদের চারমাস বেতন নেই

গোয়ালন্দ পৌর কর্মচারিদের চারমাস বেতন নেই

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি ॥
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার তহবিল সঙ্কটের কারণে কর্মকর্তা কর্মচারিরা চার মাস ধরে বেতন ভাতা পাচ্ছেনা। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। একই কারণে তাদের মধ্যে ঈদের আনন্দও নেই।

জানা গেছে, দ্বিতীয় শ্রেণীভুক্ত গোয়ালন্দ পৌরসভায় বর্তমান ৭২ জন কর্মকর্তা ও কর্মচারি রয়েছে। এর মধ্যে ৩৪ জন নিয়মিত ও ৩৮ জন অনিয়মিত (মাস্টার রোল) ভাবে কাজ করছেন।

পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রতি মাসে বেতন-ভাতা পরিশোধ করা হয়ে থাকে। কিন্তু এপ্রিল মাস থেকে সব কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা বন্ধ রয়েছে।

গোয়ালন্দ পৌর কর্মচারি সংসদের সভাপতি লুৎফুল করিম টিটু জানান, চার মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় রোজার মধ্যে সাধারণ কর্মচারিরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

গোয়ালন্দ পৌরসভার সচিব সিদ্দিক আলী খান জানান, পৌর এলাকায় অবস্থিত সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কাছে মোটা অংকের কর পাওনা রয়েছে। টাকাগুলো আদায় না হওয়ায় বর্তমান পৌরসভার রাজস্ব তহবিলে সঙ্কট দেখা দিয়েছে।