সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গোপালগঞ্জে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ১৩ ছাত্রী

গোপালগঞ্জে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ১৩ ছাত্রী

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ১৩ স্কুলছাত্রীর মধ্যে ৯ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার(০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার বেদগ্রাম হাজী নাদের আলী ছাদের আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে রয়েছে-খাদিজা, পূজা, তিন্নি, অন্তি, জোসনা, সুমাইয়া, ডলি, রিমা ও লিজা। আক্রান্তরা সবাই সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনার পর স্কুল ছুটি দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী খাদিজা খানম তিথি ক্লাস চলাকালে মাথা ব্যথা, বমি বমি ভাবের কথা বলে অসুস্থ হয়ে পড়ে। তার দেখাদেখি ক্লাসের আরও ১৩ ছাত্রী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়। এ সময় শিক্ষকরা ছাত্রীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিকের নেতৃত্বে একটি মেডিকেল টিম ওই স্কুল পরিদর্শন করেছে। এ সময় অন্য শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিক জানান, এটি কোনো মারাত্মক রোগ নয়। এটি ম্যাস হিস্টিরিয়া(গণমনস্তাত্ত্বিক)রোগ। বিশ্রাম নিলে এ রোগ ঠিক হয়ে যায়। সাধারনত এ বয়সের মেয়েরা মানসিকভাবে দুর্বল থাকে। এ কারণে এমনটি হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।