রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গোপনে উড়ন্ত গাড়ি বানাচ্ছেন গুগল সহ-প্রতিষ্ঠাতা

গোপনে উড়ন্ত গাড়ি বানাচ্ছেন গুগল সহ-প্রতিষ্ঠাতা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার) নির্মানে গবেষণারত দুইটি স্টার্ট-আপসে বিনিয়োগ করেছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ। একটিতে তিনি ইতিমধ্যে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এখন পর্যন্ত। আমেরিকার ব্যবসা বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একাধিক সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। জি এয়ারো নামে একটি স্টার্ট-আপে তিনি বিনিয়োগ করেছেন ১০ কোটি ডলারেরও বেশি। ২০১০ সালে প্রতিষ্ঠিত জি এয়ারো ক্যালিফোর্নিয়ার হলাইস্টারের একটি এয়ারপোর্ট হ্যাঙ্গারে নিজেদের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এছাড়া মাউন্টেইন ভিউতে নাসার গবেষণা কেন্দ্রেও প্রতিষ্ঠানটির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে।
গত বছর থেকে পেজ প্রায় একই ধরণের আরেকটি স্টার্ট-আপে টাকা ঢালছেন। কিটি হক নামে ওই প্রতিষ্ঠানটিও একই ধরণের মডেল নিয়ে গবেষণা করছে। প্রতিষ্ঠানটিতে একডজন প্রকৌশলী কাজ করছেন। জি এয়ারো থেকে আধমাইল দূরে এর সদরদপ্তর। ব্লুমবার্গ জানিয়েছে, কিটি হক যে জিনিসটির ওপর কাজ করছে, তা অনেকটা কোয়াডকপ্টার ড্রোনের জায়ান্ট ভার্সনের সঙ্গে মিলে যায়। তবে এসব বিনিয়োগের বিষয়টি গোপন রাখার তাগিদ দিয়েছিলেন ল্যারি।
এ ব্যাপারে মন্তব্যের জন্য পেইজ, জি এয়ারো ও কিটি হক Ñ কারও সঙ্গেই তৎক্ষণাৎ যোগাযোগ করা যায়নি।