স্পোর্টস ডেস্ক ॥
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বলতে গেলে এক কথায় নির্বাসিত হয়ে আছে। টুকটাক সিরিজ আয়োজন করে দলগুলোকে বার্তা দিতে চাইলেও কার্যত এখনও পাকিস্তানকে নিরাপদ মনে করেন না অনেকেই। এই তালিকায় আছে বাংলাদেশের নামটিও।
চলতি সপ্তাহেই পাকিস্তান সফরে যাওয়ার কথা টাইগারদের। এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। কিন্তু নাকের ডগায় সিরিজটি দাঁড়িয়ে থাকলেও এখন পর্যন্ত সফরের সূচি চূড়ান্ত হয়নি। কেননা বাংলাদেশ পাকিস্তানে বেশি সময় থাকতে চায় না। অপরদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছে পুরো সিরিজটাই পাকিস্তানে হোক।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে মন কষাকষি চলছে। একেকবার একেক রকম প্রস্তাব সামনে আসছে। কিন্তু দুই পক্ষের সম্মতি মিলছে না কিছুতেই। পাকিস্তান সফর নিয়ে তাই ধোঁয়াশা কাটেনি। বিসিবি চাইলেও হয়তো বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তান সফরে যাবেন না। ইতিমধ্যেই ‘না’ বলে দিয়েছেন মুশফিকুর রহীমের মতো সিনিয়র ক্রিকেটার।
তবে এত দ্বিধা শঙ্কার মধ্যে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাড়া জাগানো এক মন্তব্য করলেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসা ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
গেইল পাকিস্তানকে নিয়ে বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের অন্যতম নিরাপদ স্থান পাকিস্তান। তারা আমাদের জানিয়েছেন, আমরা রাষ্ট্রপতির ন্যায় সুরক্ষা পাব। সুতরাং আপনি নিরাপদেই রয়েছেন। অবশ্য বাংলাদেশেও আমরা নিরাপদেই রয়েছি, তাই না?’
সম্প্রতি ১০ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। বেশ ভালোভাবেই সিরিজটি শেষ করে এসেছে ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হওয়া দল শ্রীলঙ্কাই।
এই সিরিজের পর পিসিবি প্রধান এহসান মানি বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ সফলভাবে আয়োজনের পর কারও পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্দেহ থাকা উচিত নয়। এটাই পাকিস্তানে টেস্ট ফেরানোর পক্ষে টার্নিং পয়েন্ট। পাকিস্তান এখন নিরাপদ।’
মানির কথার সূত্র ধরেই যেন গেইলই বললেন, ‘পাকিস্তান এখন নিরাপদ।’ দেখা যাক, গেইলের এই কথার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনের মধ্যে থাকা শঙ্কাটা কাটে কি না!