শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গিনেজ বুকে বাংলাদেশের টিপু

গিনেজ বুকে বাংলাদেশের টিপু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ লন্ডনে পাপাডাম (পাপড়) টাওয়ার তৈরির রেকর্ড করা বাংলাদেশী টিপু রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। সর্বশেষ তথ্য সংবলিত রেকর্ড বুকে নাম উঠেছে তার। গত বছরের ১১ই অক্টোবর লন্ডনে ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পাপাডাম (পাপড়) টাওয়ার তৈরি করে এই গৌরব অর্জন করেন তিনি। টিপু এক ঘণ্টা ৫২ মিনিট সময় নিয়ে ১২৮০ খণ্ড পাপড় তৈরি করে পাকিস্তানি শেফ নাইম আসলামের রেকর্ড ভাঙেন। এর আগে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চ পাপড় স্তূপ তৈরির রেকর্ড গড়েন নাইম। বৃটেনের অন্যতম কারি ব্যবসায়ী হিসেবে ইন্টারন্যাশনাল শেফ অব দ্য ইয়ার-২০০৯ খেতাব লাভ করেন টিপু রহমান। মৌলভীবাজার জেলার সদর উপজেলার শমসেরগঞ্জ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। লন্ডনের সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী টিপু রহমান তার প্রতিক্রিয়ায় জানান, সমপ্রতি গিনেজ বুকে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। তার কাজের এ স্বীকৃতি তাকে আরও সামনে এগিয়ে যাওয়ার েেত্র সহায়ক হবে। তিনি বলেন, বৃটেনে ও বাংলাদেশে তিনি কাজ করতে চান। এজন্য তিনি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।