স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বন্ধ কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করেছে রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার সোহান গার্মেন্টের শ্রমিকরা।
রোববার বেলা ১২টা থেকে এ ঘেরাও শুরু হয়েছে। শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে সেখানে উপস্থিত রয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল, সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার এবং শ্রমিকনেতা ইদ্রিস আলী।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, চারমাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ। বকেয়া পরিশোধ না করে, হঠাৎ করে বিনা নোটিসে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে গত ১০ এপ্রিল থেকে। এ ঘটনার পর থেকে ওই কারখানার ১৩শ’ শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল সহকারে রোববার এর বিচার চেয়ে এবং কারখানা খুলে দেয়ার দাবিতে বিইজএমইএ ভবন ঘেরাও করার জন্যে এলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে শ্রমিকরা বিজিএমইএ ভবনের প্রধান ফটকের সামনেই বসে পড়ে।
স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে আন্দোলনকারীদের হুমকী দেয়া হচ্ছে অভিযোগ করে শ্রমিক নেতারা অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। একইসঙ্গে এই সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ বিজিএমইএ ভবনের সামনে শ্রমিকদের অবস্থান চলবে বলেও ঘোষণা করেন।