শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুর-৪: আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ

গাজীপুর-৪: আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি এবং বিএনপি ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী পৃথক ভাবে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

আওয়ামী লীগ: আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি শনিবার সকাল থেকে কাপাসিয়া ইউনিয়নের রায়নন্দা, হেলিপ্যাড, দূর্গাপুরের চাপাঁত, দেইলগাঁও, রাওনাট, বাড়িগাঁও, রানীগঞ্জ, কামড়া, মাশকসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, ফজলুর রহমান মোল্লা, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, জসিম উদ্দিন সিকদার, সাহাদাৎ হোসেন সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তাঁর নিজ এলাকা নাশেরা ও ঘিঘাটে সিমিন হোসেন রিমির পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছে।

বিএনপি: বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান সকাল ১০টার দিকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে বারিষাব ইউনিয়নের শালদৈ মোড়, দুলালপুর বাজার, গিয়াসপুর বাজার এলাকা, দাওরা মোড়, চেয়ারম্যান মার্কেট, দরগা বাজার, জলপাইতলা বাজার, বারাবো বাজার, ঝরনাঘাট বাজার, জলিল মার্কেট, চৌকারচালা, বানারপাড়, বর্জাপুর বাজার, হঠাৎ মার্কেট, বারিষাব বাজার, সিঙ্গুয়া বাজারসহ বিভিন্ন বাজারের দোকানী, পথচারী ও যানবাহনের যাত্রী সাধারণের কাছে ধানের শীষ মার্কার প্রচারপত্র বিতরণ করেন। তাকে বিজয়ী করার জন্য ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, এই নির্বাচন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, সুষ্ঠ ভোট হলে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ্। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, আজগর হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, স্থানীয় বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়া স্থানীয় বিএনপি দলীয় সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফের বিএনপির ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা:

কাপাসিয়ায় ফের বিএনপির ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে। কড়িহাতা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে থানার এসআই মোঃ বশিরউদ্দিন বাদী হয়ে গত শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় তিন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম আমান, কামাল হোসেন ও মোশারফ হোসেন কাজল আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।