স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সাভিসেস্ ডেলিভারী প্রজেক্ট (ইউপিএইচসিএসডিপি)-এর তত্তাবধানে ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ আয়োজিত নগর স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় নেতৃত্ব সম্পৃক্তকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র পরামর্শক ধীরাজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম. রাহাতুল ইসলাম, আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সাভিসেস্ ডেলিভারী প্রজেক্ট (ইউপিএইচসিএসডিপি)-এর প্রজেক্ট ডাইরেক্টর আবু বকর সিদ্দিক, গাজীপুরের জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের কমিউনিকেশন স্পেশালিস্ট কান্তা দেবী, আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সাভিসেস্ ডেলিভারী প্রজেক্টের মনিটরিং অফিসার শিরিন আক্তার প্রমুখ।
মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মোঃ আসলাম হোসেন, তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্যানেল মেয়র-২ মোঃ হাসান আজমল ভুইয়া, প্যানেল মেয়র-৩ হোসনে আরা সিদ্দিকা জুলী,
স্থায়িত্বশীল প্রাইমারী হেলথ্ কেয়ার সাভিসের মাধ্যমে উন্নত সেবা দক্ষ ও কার্যকর ভাবে নগর জনগোষ্ঠি বিশেষ করে যারা দরিদ্র তাদের স্বাস্থ্যগত অবস্থান উন্নয়ণ করা নিয়ে মতবিনিময় করেন কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম, মোঃ জাবেদ হোসেন জবে, মোঃ সুলতান উদ্দিন, এডভোকেট আঞ্জুমান আরা, এডভেকেট আয়েশা আক্তার, খন্দকার নুরুন্নাহারসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তাগণ। সংবাদকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিক, সাংবাদিক মোঃ আফজাল হোসেন।