স্টাফ রিপোর্টার:
গাজীপুর রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে গাজীপুর মহানগরীর বি.আই.ডি.সি বাজার জনতা সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের আহবায়ক প্রিন্সিপাল হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক বাংলাভূমি’র প্রকাশক ও সস্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক কন্ঠবাণী’র প্রকাশক ও সম্পাদক জান এ আলম, সাংবাদিক ইমরান চৌধুরী, দৈনিক গণমানুষের আওয়াজের ডিভিশনাল এডিটর কফিল মাহমুদ, সাংবাদিক শেখ আব্দুল্লাহ আল মেহেদী, সোনালী ভোর নিউজ পোর্টাল’র সস্পাদক শেখ ইকবাল হোসেন, সাংবাদিক মাহবুব ও কবির হেসেন।
বক্তারা বলেন, সংবাদপত্র হলো জাতির দর্পণ। সাংবাদিকরা চাইলে সমাজের জন্য বিশাল ভূমিকা রাখতে পারে। যারা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সাংবাদিকতা করে তাদেরকে খুঁজে খুঁজে যেন গাজীপুর রিপোর্টার্স ফোরামে অন্তর্ভূক্ত করা হয়। এ সংগঠনটি যেন গণমানুষের আস্থার প্রতীক হয়।
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মাওঃ গাজী আবুবকর সিদ্দিক।