শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নাশকতামূলক কর্মকান্ড বিপরীতে পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের তাগিদ দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৩য় মাসিক অপরাধ সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় সার্বিক আইন শৃংঙ্খলা ও সামাজিক নিরাপত্তার নিশ্চিত করণ, যেকোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড পরিলক্ষিত হলে তা কঠোর হস্তে জিএমপি দমন করবে। পুলিশ জনগনের জান মালের নিরাপত্তায় সদা জাগ্রত থাকবে ও জনগনের ভোটাধিকার নিশ্চিত করবে। তিনি আরও বলেন, যে কোন ধরনের আপরাধমূলক কর্মকান্ডের বিপরীতে অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদেশ্যে বলেন, থানায় কর্মরত পুলিশ সদস্যদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ এ পুরষ্কারে ভূষিত করা হয়।