শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান তার কর্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান। মতবিনমিয় সভায় গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকরা বক্তব্য রাখেন।
কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, ইতোমধ্যে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের লোগো অনুমোদন হয়েছে। ১ হাজার ১৫২ জনবল নিয়ে জিএমপি কার্যক্রম শুরু হচ্ছে। ১৬ সেপ্টেম্বর সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গণভবনের সাথে সংযুক্ত হওয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকাস্থ গাজীপুর পুলিশ লাইনসের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
বেলালুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি সে পুলিশ সদস্য হলেও পার পাবে না। পুলিশি হয়রানি বন্ধে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত সুদৃঢ়। এ ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মোস্তাফিজুর রহমান টিটু প্রমুখ।