শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুর প্রশাসন ঠেকাতে পারছে অশ্লীল নৃত্য মেলা

গাজীপুর প্রশাসন ঠেকাতে পারছে অশ্লীল নৃত্য মেলা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ॥ গাজীপুর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মেলার মালিকরা মেলা চালাচ্ছে। প্রতিরাতে স্থানীয় পুলিশের বিভিন্ন স্তরের কর্তাব্যক্তিরা মেলার মালিকদের নিকট থেকে মোটা অংকের পেমেন্ট পাচ্ছেন। অনেকটা এ কারণে মেলা বন্ধের ব্যাপারে পুলিশ বিভাগ আন্তরিক নয়। জেলা প্রশাসন অনেকটা আন্তরিকতার সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেলা বন্ধ করলেও পরদিন থেকে আবার ওই স্থানেই মেলা চালু হয়।
ডিসেম্বর মাস স্কুলের ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরীক্ষা চলছে। সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। মেলা এলাকার স্কুল/কলেজের ছাত্ররা সন্ধ্যার পর মেলায় বিভিন্ন আইটেমের জুয়া খেলা শিখছে আবার কেউ অশ্লীল নারী নৃত্যের নেশায় ডুবে থাকছে। এদেরকে বখাটে বানানো হচ্ছে। অভিভাবকরা উদ্বিগ্ন। তাছাড়া মেলা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা প্রকৃতির অপরাধ সংগঠিত হচ্ছে। এসব মেলায় মাদকদ্রব্যও বেনাকেনা হয়। মেলা এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে।
মেলা এলাকার প্রভাবশালী কুচক্রী মহল ও পুলিশের মদদে এসব অশ্লীল নারী নৃত্য ও জুয়া খেলা হচ্ছে।
গত ২৯ নভেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাজেন্দ্রপুর এলাকায় একটি মেলা সম্পূর্ণ ভেঙ্গে দিলেও মাত্র ৫দিনের ব্যবধানে আবার চালু হয়। এখানের হাউজিসহ নানা নামে আরো জুয়ার বোর্ড রয়েছে। রাত গভীর হলে ভোর পর্যন্ত টিকিটের মাধ্যমে অশ্লীল নারী নৃত্য হচ্ছে।
এ মেলাটি পরিচালনা করছেন আরিফ (সেলফোনঃ ০১৭১০৫০০২৪৯) নামে এক যুবক। সে এ এলাকায়ই বিভিন্ন স্থানে প্রায় ৪মাস যাবৎ এ জুয়া খেলা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে আরিফ বলছেন, হাইকোর্টের পারমিশন রয়েছে।
তবে হাইকোর্টের পারমিশনে ইনডোরের কথা উল্লেখ্য রয়েছে।
বনের ভিতর বাশ, টিন ও ত্রিপল দিয়ে তৈরি করে হাউজি খেলাকে ইনডোর বলা যায় না।
অপরদিকে জেলার শ্রীপুর উপজেলা গড়গড়িয়া মাস্টার বাড়ি নামক স্থানে অনুরূপ একটি মেলা গত এক সপ্তাহ যাবৎ পরিচালিত হয়ে আসছে। এ মেলাটির আয়োজক লোকমান হোসেন (সেলফোনঃ ০১৭২১৩৩১৯৪৭) নামক এক ব্যক্তি।