শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলা ॥ ১৭ জেএমবির ১০ বছর করে কারাদণ্ড

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলা ॥ ১৭ জেএমবির ১০ বছর করে কারাদণ্ড

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় জামায়াতুল মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) ১৭ সদস্যের ১০ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মো. রোকনুজ্জামান ওরফে রোকন, মো. মামুনুর রশিদ ওরফে মামুন, আরিফুর রহমান আরিফ ওরফে হাসিব ওরফে আকাশ, মো. নিজাম উদ্দিন ওরফে রেজা ওরফে রবি ওরফে কচি ওরফে রনি, আসাদ ওরফে জাহাঙ্গীর, দুরুল হুদা ওরফে হাসান, মো. মাহবুবুল আলম ওরফে মাহবুব, জহিরুল ইসলাম ওরফে জহির, আদম, কাওছার, রাসেল, আবদুল কাফি, এমএ সিদ্দিক বাবলু, ওরম ফারুক, রানা ওরফে আব্দুস সত্তার, মাসুম ওরফে আব্দুর রউফ এবং রায়হান ওরফে ওবায়েদ।

দণ্ডিতদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে এবং অপর সাতজন পলাতক রয়েছেন।
১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার ওই মামলায় রায়ে আসামিদের ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা দণ্ডও করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো এক বছর কারাদণ্ডের রায়ও দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার অপর ৩ আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০০৫ সালে ১৭ আগস্ট জামায়াতুল মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনার মামলায় ২০১২ সালের ২ ফেব্রুয়ারি গাজীপুরের আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১২ সালের মামলাটি ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল।