শ্রীপুর প্রতিনিধি ॥
সদ্য নির্বাচিত গাজীপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশিদা খন্দকারের স্বামী শনিবার রাতে বিপুল পরিমান বিয়ারসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম কামরুজ্জামান দুলাল ওরফে দুলু (৫০)।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল মোতালেব জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার সলিং মোড় এলাকায় কামরুজ্জামান দুলাল ওরফে দুলু তার ষ্টেশনারী দোকানে বসে বিয়ারসহ মাদকদ্রব্য বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌণে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ওই দোকান থেকে ৮ কার্টুনে ভর্তি ১২০ ক্যান বিদেশী বিয়ার জব্ধ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে কামরুজ্জামান দুলাল ওরফে দুলুকে আটক করে। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলুর স্ত্রী রাশিদা খন্দকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত দুলু গাজীপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের (৪,৫ ও ৬) সদ্য নির্বাচিত সদস্য ও শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশিদা খন্দকারের স্বামী। দুলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন করে আসছিল। তিনি ৫/৬ মাস আগেও শ্রীপুর থানা পুলিশের হাতে মাদকসহ আটক হয়েছিলেন। তার বাড়ি স্থানীয় পাতার পাড়া সলিং মোড় এলাকায়।