শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুর কড্ডায় পাওয়ার গ্রীডে অগ্নিকান্ড

গাজীপুর কড্ডায় পাওয়ার গ্রীডে অগ্নিকান্ড

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর কড্ডায় বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানীর ট্রান্সমিশন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভান। এসময় ওই গ্রীডের আওতায় ৬টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: মামুন-উর-রশীদ জানান, রাত ১০ টার দিকে ট্রান্সমিশন কেন্দ্রে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টায় চেষ্টায় আগুন নেভানো হয়। গ্রীড থেকে আগুন আন্ডার গ্রাউন্ডের বিদ্যুৎ সরবরাহ লাইনে (বাইপাস লাইনে) ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০০ফুটের মত ক্যাবল পুড়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম যুবরাজ চন্দ্র পাল জানান, বিদ্যুৎ ট্রান্স মিশন কেন্দ্রের উপরের ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মাটির নিচের সরবরাহ লাইনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের কারণে গাজীপুর পল্লী বিদ্যুতের প্রায় ৬টি ফিডারে প্রায় দুই ঘন্টার মত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে বিকল্প ব্যবস্থায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি ও এর কারণ তাৎক্ষণিকভাবে তিনি বলতে পারেননি।