স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ৬৯১ জন শিক্ষার্থীদের মাঝে ৭৩ লাখ ৮৫হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার বঙ্গতাজ অডিটোরিয়ামে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব বরাদ্দ হতে এ অর্থ বিতরণ করে গাজীপুর জেলা পরিষদ।
গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. রিনা পারভীন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডলসহ প্রমুখ।
জানা যায়, গাজীপুর জেলার গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রী যারা গত ২০১৮ সালে এসএসসি ও এইচএসসি পাশ করে বিভিন্ন কলেজ, বেসরকারী ও পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের মধ্যে এ অর্থের চেক তিন ক্যাটাগরিতে বিতরণ করা হয়। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ১০হাজার, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ১২হাজার ও বিশ্ববিদ্যালয়/মেডিকেল/কৃষি/ প্রকৌশল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক প্রদানের পাশাপাশি প্রত্যেককে একটি করে স্মরণিকা ও হ্যান্ড ব্যাগও প্রদান করা হয়।